ঢাকা: রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধকারীরা। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জোবায়ের বাংলানিউজকে বলেন, কে বা কারা হঠাৎ করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করে নিয়ে যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫