ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার রাজনৈতিক কার্যালয় তল্লাশির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
খালেদার রাজনৈতিক কার্যালয় তল্লাশির দাবি ড. হাছান মাহমুদ

ঢাকা: অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের তাণ্ডবে পুড়ছে মানুষ, জ্বলছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।



হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কোনো সন্ত্রাসী বা জঙ্গিকে লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটা জানার জন্য অবিলম্বে তল্লাশি করা প্রয়োজন।

আর যদি কোনো সন্ত্রাসী বা জঙ্গি সেখানে লুকিয়ে থাকে তাহলে তাদের গ্রেফতার করার জন্যও সরকারের প্রতি তিনি অনুরোধ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের চিঠি লেখা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম জাতিসংঘের মহাসচিব খালেদা জিয়ার কাছে চিঠি লিখেছেন। আমি বান কি মুনের কাছে অনুরোধ করবো আপনি খালেদা জিয়াকে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য, পেট্রোলবোমা ও সহিংসতা বন্ধের জন্য আরেকটি চিঠি লিখুন।

সংলাপের প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক শক্তির সঙ্গে আলাপ-আলোচনা হতে পারে কিন্তু জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। বিশ্বের কোনো দেশ জঙ্গি ও সন্ত্রাসীদেরসঙ্গে আলোচনা করে না, তাই বিএনপির সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। কারণ বিএনপি এখন জঙ্গি ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে।  

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।