ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

জাবিতে ২ ককটেল বিস্ফোরণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
জাবিতে ২ ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ মিনার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহীদ মিনার এলাকার কোনো এক জায়গায় বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ হয়। পরে শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।

তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও প্রক্টরকে ফোন করা হলে কাউকে ফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, বহিস্কৃত ছাত্রদের বহিস্কারাদেশ প্রত্যাহার ও পরীক্ষাদানের সুযোগ, আটক ছাত্রনেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং সহাবস্থান নিশ্চিতের দাবিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাবি ছাত্রদলের ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট চলছে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।