ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রদল-শিবিরের ৪১ নেতাকর্মীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
রাজশাহীতে ছাত্রদল-শিবিরের ৪১ নেতাকর্মীর নামে মামলা

রাজশাহী: রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মেহেদী হাসান ইয়ামিন (২৬) ও ছাত্রলীগ কর্মী ইশতিয়াক হোসেন ইশার (২৪) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

এতে ছাত্রদল ও শিবিরের ৪১ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা  আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আহত যুবলীগ নেতা মেহেদী হাসান ইয়ামিনের বড় ভাই নুরুল আমিনের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মহানগরের মতিহার থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিনোদপুর বাজারে দুবৃর্ত্তরা যুবলীগ নেতা মেহেদী হাসান ইয়ামিন ও ছাত্রলীগ কর্মী ইসতিয়াক হোসেন ইশার উপর হামলা চালায়।

তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়ামিন ও ইসতিয়াককে গুরুতর আহত করে। এ সময় তারা ইয়ামিনের বাম পায়ের উরুতে একটি গুলি করে এবং রগ কেটে
দেয়।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।