ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দাউদকান্দিতে আসামি ধরতে গিয়ে সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
দাউদকান্দিতে আসামি ধরতে গিয়ে সংঘর্ষে আহত ১২ ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে গাড়িতে পেট্রোলবোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ধরতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ।

এ সময় আসামিপক্ষের লোকজনের ইটপাকটেলের আঘাতে ও সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা-চট্রগাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে গাড়িতে পেট্রোল বোমা হামলায় মামলার আসামি উপজেলার ভেলানগর গ্রামের মৃত আলেক মোল্লার ছেলে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মোল্লাকে (৪০) গ্রেফতার করে পুলিশ। এ সময় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আসামিপক্ষের লোকজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৭ পুলিশসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়।

তবে স্থানীয়দের দাবি, রাতে একদল সাদা পোশাকধারী লোক এসে জসিম উদ্দিন মোল্লাকে আটক করে। এ সময়  তাদের পরিচয় জানতে চাইলে আসামির বড় ভাই গিয়াস উদ্দিন মোল্লার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর পরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।