লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলুকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে ওই ইউনিয়নের নেয়ামতপুর দোলাকান্দির একটি খাল থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাবলু উপজেলার রাদাপুর গ্রামের হাবিব উল্যাহর (আজগরের) ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন কাজল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।
ভাঙ্গাখাঁ ইউনিয়নের যুবদলের সভাপতি আবু সৈয়দ পিন্টু নিহত বাবলুর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে বাবলু বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে নেয়ামতপুর দোলাকান্দির একটি খালে তার মৃতদেহ ভাসতে দেখা যায়।
লক্ষ্মীপুর সদর থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরজাহান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫