নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রদল কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ছয়জন, লোহাগড়ায় তিন, কালিয়ায় চার ও নড়াগাতি থেকে তিনজনকে আটক করা হয়।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫