ঢাকা: হরতাল-অবরোধের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে আওয়ামী তৃণমূল লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন সংগঠনের আহ্বায়ন সাহেদুল আলম, যুগ্ম আহ্বায়ক শাহনাজ হোসেন, সদস্য সচীবসহ অন্যান্যরা।
শাহনাজ হোসেন বলেন, হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে হত্যা কোনো রাজনীতি হতে পারে না। এটা কোনো রাজনীতিক কর্মসূচি হতে পারে না। এতে যে গণমানুষের কোনো সায় নেই তা প্রমাণ করতেই আমাদের গণস্বাক্ষর কর্মসূচি। এ কর্মসূচিতে অসংখ্য মানুষ সাড়া দিচ্ছে।
আওয়ামী তৃণমূল লীগের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ।
আওয়ামী ওলামা লীগের নেতারাও হরতাল-অবরোধে বিরুদ্ধে ধিক্কার জানান। তাছাড়া যে কোনো ধরনের নাশকতা রোধে সবাইকে মাঠে নামার আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫