সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলা থেকে নাশকতার অভিযোগে বিএনপির তিন নেতা ও জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন-সিরাজগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মকসেদ আলীর ছেলে ফরিদ উদ্দিন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক, বেলকুচি নাগগাটি গ্রামের হাজী জুড়ান আলীর ছেলে সাইদুল ইসলাম ও মুকন্দগাতী বাজার এলাকার সুলতান মাহমুদের ছেলে বিএনপির নেতা ওহেদুল ইসলাম ও শেরনগর গ্রামের মোফাজ্জেল হোসেন বাবুর ছেলে শিবির কর্মী জালাল উদ্দিন।
সিরাজগঞ্জ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা কামাল হোসেন ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের কারণে জেলার শ্রমজীবী মানুষেরা চরম বিপাকে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তাদের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। যানবাহনের সঙ্গে জড়িত অধিকাংশ শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে এসআই ও অভি এন্টারপ্রাইজের কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে পাঁচ/ছয়টি যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। তবে যাত্রীর সংখ্যা খুবই কম।
সিরাজগঞ্জ অভি কাউন্টরের টিকিট মাস্টার বাবু জানান, সকালে অভিকাউন্টার থেকে চারটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও যাত্রীর সংখ্যা একেবারেই কম। প্রতিটি গাড়িতে আট/দশ জন করে যাত্রী ছিলো।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫