ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ডিসিসি দক্ষিণে ‘‍আসল বিএনপি’র প্রার্থী সালাম

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ডিসিসি দক্ষিণে ‘‍আসল বিএনপি’র প্রার্থী সালাম কামরুল হাসান নাসিম ও আবদুস সালাম

ঢাকা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দক্ষিণের মেয়র পদে বিএনপির অর্থ সম্পাদক আবদুস সালামের নাম ঘোষণা করেছে ‘আসল বিএনপি’।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মূল ধারার রাজনীতিতে ফিরবে বিএনপি, খালেদা-তারেক অবৈধ, শহীদ জিয়ার আদর্শের প্রত্যাবর্তন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘বিএনপির রাজনীতির সংকটকালীন মুখপাত্র’ দাবিদার কামরুল হাসান নাসিম।



ডিসিসি দক্ষিণের মেয়র পদে ‘আসল বিএনপি’র প্রার্থী হিসেবে নির্বাচনের ব্যাপারে আবদুস সালামের সঙ্গে কথোপকথন হয়েছে দাবি করে এ সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ডও সাংবাদিকদের প্রোজেক্টরের মাধ্যমে শোনান নাসিম। এরপর ওই রেকর্ডের সিডি উপস্থিত সকল সাংবাদিকের কাছে পৌঁছে দেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান পদে তারেক রহমানকে অবৈধ ঘোষণা করে ‘বিএনপির রাজনীতির সংকটকালীন মুখপাত্র’ বলেন, তারা এখন আর বিএনপির কেউ নন। এটাই আসল বিএনপি। এখানে খালেদা-তারেকের স্থান নেই। খালেদা-তারেকের বিএনপি তিন ব্যক্তি সর্বস্ব। একজন গোপনে বিবৃতি দেন, একজন কার্যালয়ে থেকে বিবৃতি দেন, আরেকজন লন্ডন থেকে বিবৃতি দেন।

এসময় খালেদা-তারেকের কর্মসূচির ঘোষণা প্রচার বন্ধেরও দাবি জানান  তিনি।

নাসিম আগামী ২৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ  এবং জুলাইয়ে ‘আসল বিএনপি’র জাতীয় সম্মেলনেরও ঘোষণা দেন। মহাসমাবেশে খালেদা-তারেকের পদত্যাগের জোরালো দাবি তোলা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এটা মূল ধারার বিএনপি। এই বিএনপিতে কোনো ভাঙন ধরবে না। কারণ, আমরা ইতোমধ্যে খালেদা-তারেককে অবৈধ ঘোষণা করেছি।

জাতীয় নির্বাচনের ৩০০ সংসদীয় আসনে নির্বাচনের জন্য ‘আসল বিএনপি’র সারাদেশে প্রায় ১৩শ’ প্রার্থী রয়েছে বলেও দাবি করেন নাসিম।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সরকারকে ‘দখলদার’ বলেও অভিহিত করেন তিনি। পাশাপাশি বাম ধারার রাজনীতিরও কড়া সমালোচনা করেন নাসিম। তিনি বলেন, বাম রাজনীতিকরা বিদেশ থেকে টাকা এনে শুধু নিজেদের ছেলে-মেয়েদের লেখা পড়ায় ব্যয় করেন, আর সাধারণ মানুষকে দু’ টাকার লিফলেট ধরিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।