ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে জাবিতে ২ ছাত্রকে মারধর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে জাবিতে ২ ছাত্রকে মারধর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ককটেল বিস্ফোরিত হলে ছাত্রদল কর্মী দাবি করে দুই ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে (১৯ ফেব্রুয়ারি) মীর মশাররফ হোসেন হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।



এ বিষয়ে হলের শিক্ষার্থীরা জানান, হলের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা হল রেড দিয়ে নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের মিঠুন ও ৪১তম ব্যাচের আতিককে ছাত্রদল কর্মী দাবি করে আটক করেন। পরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোতলায় নিয়ে তাদের ব্যাপক মারধর করেন তারা।

বর্তমানে তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তবে ছাত্রদলের দাবি, আগে এই দুইজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তারা ছাত্রদল নেতাদের সঙ্গে যোগাযোগ করেন না।

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন দেওয়া হলে তিনি ফোন কল ধরেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, বহিষ্কৃত ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান, আটক ছাত্রনেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।