ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে সংরক্ষিত আসনের বিএনপির সাবেক দুই নারী এমপিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টায় তাদের আটক করা হয়।
তারা হলেন, বিএনপির সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, লায়লা বেগম, ঢাকা মহানগর মহিলা দল নেত্রী নিলুফার ইয়াসমিন নিলু, রোকেয়া সুলতানা তামান্না, শিরিন আক্তার, ঝর্ণা খান।
নার্গিস আলী বাংলানিউজকে বলেন, ম্যাডামের জন্য (খালেদা জিয়া) শুকনো খাবার নিয়ে যচ্ছিলাম আমরা কয়েকজন। কার্যালয়ের গেটে পৌছানোর আগেই পুলিশ আমাদের কয়েক জনকে রাস্তায় আটক করে।
গুলশান জোনের এসি নুরুল আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, কূটনৈতিক এলাকায় দলবদ্ধভাবে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। এর আগে আমাদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তাদের গুলশান থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫