ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন পেট্রোল-বোমায় দগ্ধদের আর্থিক সহায়তা দিয়েছে ছাত্রলীগ।
এখানে চিকিৎসাধীন দগ্ধ প্রত্যেককে পাঁচহাজার করে ছয়জনকে মোট ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।
পেট্রোল-বোমা হামলাকারীদের ধরিয়ে দিয়ে পুলিশের কাছ থেকে প্রাপ্ত পুরস্কারের নগদ অর্থ থেকে এ ছয়জনকে সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ছাত্রলীগের পক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম বদিউজ্জামান সোহাগ দগ্ধ রোগীদের স্বজনদের হাতে এ টাকা তুলে দেন।
সাহায্যপ্রাপ্ত ছয়জন হলেন- জাহাঙ্গীর, খোকন, বাপ্পি, শফিকুল, জাহিদ ও শিশু মরিয়ম।
বার্ন ইউনিটের তৃতীয় তলায় আর্থিক সহযোগিতা দেওয়ার পর বদিউজ্জামান সোহাগ বলেন, যারা আন্দোলনের নামে নৈরাজ্য চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। কয়েকদিন আগে কাঁটাবনে ককটেল নিক্ষেপকারীকে ধরিয়ে দিয়েছেন এক রিকশাচালক ও ওই রিকশার যাত্রী। আজ রিকশাচালক থেকে শুরু করে সবাই এই বোমাবাজদের বিরুদ্ধে সজাগ হয়েছে।
এ ধরনের রাজনীতি প্রত্যাখ্যান করে সুষ্ঠুভাবে রাজনীতি করতে ছাত্র ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে বোমা হামলাকারীদের ধরিয়ে দেওয়া কয়েকজন শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫