রংপুর: তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের অধীন সব জমিতে পানির দাবিতে রোডমার্চ শুরু করেছে বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে এ রোডমার্চ শুরু হয়।
রোডমার্চ শুরুর আগে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী, ওবায়দুল্লাহ মুসা, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য মঞ্জুর আলম মিঠু, রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ।
সমাবেশে সভাপতিত্ব করেন, রংপুর জেলার বাসদের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু।
এরপর চন্দনের হাটে পথসভা অনুষ্ঠিত হয়। রোডমার্চটি নীলফামারী জেলার জলঢাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বলে আয়োজকরা জানান।
সমাবেশে জানানো হয়, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রীর কাছে তিস্তা চুক্তি সংক্রান্ত স্মারকলিপি পেশ করা হবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫