ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

এবার শহীদ মিনারে যাবেন না খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
এবার শহীদ মিনারে যাবেন না খালেদা ফাইল ফটো

ঢাকা: ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহীদ মিনারে গেলে ফিরে এসে ফের নিজের কার্যালয়ে ঢুকতে না পারার শঙ্কা ও শহীদ মিনারে যথাযথ প্রটোকল না পাওয়ার বাস্তবতাই তাকে এমন সিদ্ধান্তে পথে হাঁটার চিন্তা যুগিয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।



বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র কিছুতেই তার কার্যালয় ত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, খালেদা জিয়ার পরিবর্তে বিএনপির একটি প্রতিনিধি দল শহীদ মিনারে ফুল দিতে যাবে।

বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের ওপর অবিশ্বাস ও আস্থাহীনতা থেকেই এবার খালেদা জিয়া শহীদ মিনারে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একে তো তিনি এখন আর প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা নন। এমন কি মন্ত্রী, নিদেনপক্ষে এমপিও নন। তাই নিয়ম অনুযায়ী শহীদ মিনারে তার কোনো প্রটোকল থাকার কথা নয়, ফুল দেওয়ার সিরিয়ালও পাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সংবিধান স্বীকৃত আর সব পদধারী, বিভিন্ন বাহিনী প্রধান, ‌উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিদেশি মিশনগুলোর প্রতিনিধিদের পর।

তারওপর নিজের ঘোষিত অবরোধ ভেঙ্গেই রাজপথ মাড়িয়ে যেতে হবে শহীদ মিনারে।

সবচেয়ে বড় কথা, শহীদ মিনারে গেল ফিরে এসে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ফের প্রবেশের সুযোগ নাও পেতে পারেন বলে মনে করছেন ২০ দলীয় জোটনেত্রী।

এ ইস্যুতে সরকারের ওপর একেবারেই আস্থা নেই। গত ৫ জানুয়ারি অবরোধ শুরুর পর তার অফিসে তালা দিয়ে রেখেছিলো আইন-শৃঙ্খলা বাহিনী। তার আগে নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে তাল‍া পড়া কথাও বেশ স্মরণে আছে তার।

উপরন্তু কূটনৈতিক জোন হওয়ায় গুলশান থেকে তার রাজনৈতিক কার্যালয় সরিয়ে ‍দেওয়ার বেশ জোরালো দাবিও আছে বিভিন্ন মহলে। প্রায় প্রতিদিনই তার কার্যালয় ঘেরাওয়ে আসছে কোনো না কোনো সংগঠন।

সাবধানি খালেদা তাই কোনোপ্রকার ঝুঁকি নিতে রাজি নন বলে আভাস দিচ্ছে দলীয় সূত্র।

সূত্রমতে, শহীদ মিনারে গিয়ে ফিরে এসে নিজের কার্যালয়ে ঢুকতে না পারলে চলমান অবরোধ-হরতাল চালিয়ে যাওয়া কঠিন হবে বলেই মনে করেন খালেদা জিয়া।

তার বিশ্বাস, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর ফের আন্দোলন জমাতে বছর খানেক সময় বেরিয়ে গেছে রাজনীতির ফাঁকা ময়দান গলে। এবার ফের আন্দোলন থেমে গেলে বহু দিনের জন্যই বসে যেতে হবে তার দল ও জোটকে।

তাই কার্যালয় থেকে স্বেচ্ছায় বের হওয়ার মতো বোকামি করতে চান না তিনি। দলের বিশ্বস্ত নেতাকর্মীরাও তাকে একই রকম পরামর্শ দিচ্ছেন বলে আলোচনা চলছে দলীয় পরিমণ্ডলে।

এমন পরিস্থিতিতে তাই শহীদ মিনারে গিয়ে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চান না খালেদা জিয়া। তবে নিজের কার্যালয়ে বসে তিনি ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট দলীয় সূত্র।

বাংলাদেশ  সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।