ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সংলাপ করতেই হবে বললেন বি চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সংলাপ করতেই হবে বললেন বি চৌধুরী ছবি: জাহিদ সাইমন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমরা সবাই মিলে বাংলাদেশ গড়েছি, তাই দেশের সমস্যা সমাধান করতে আমাদের সংলাপ করতেই হবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশের চেতনা বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।



বদরুদ্দোজা চৌধুরী বলেন, যে রাজনীতি মানুষ জ্বালিয়ে-পুড়িয়ে মারে, আমরা সেই রাজনীতি চাই না। চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে সংলাপের কোনো বিকল্প নেই।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে দেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। দেশের সব মানুষের চাহিদা শান্তির সঙ্গে দেশ চালাতে হবে।

‘দেশের বাইরের ব্যক্তিরা বললে কোনো দোষ নেই’ উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, আর আমি সংলাপের কথা বললে সব দোষ।

এ সময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ (বিএসপিপি) আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা এমএ আজিজ, শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।