ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই তলা বিশিষ্ট চৈতালী শিক্ষার্থী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫