ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মিরপুরে ঢাবির দ্বিতল বাসে আগুন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
মিরপুরে ঢাবির দ্বিতল বাসে আগুন ছবি: ফাইল ফটো

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই তলা বিশিষ্ট চৈতালী শিক্ষার্থী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাসটি বিশ্ববিদ্যালয় থেকে মিরপুরে যাতায়াত করতো।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।