ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

পবায় অটোরিকশা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
পবায় অটোরিকশা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর থেকে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ওই এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

আটকরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার ঝিনাইগাছি থানার রাঙ্গাটিয়া গ্রামের আদিবাসী কিশোর যুগান্ত কোস (১৬) এবং আরমান আলী (১৬)।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পবা থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুরারিপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি অটোরিকশায় তল্লাশি চাল‍ায় তারা। এতে স্কুল ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়। এসময় যুগান্ত ও আরমানকে আটক করা হয়।

বর্তমানে তাদের থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মতিহার থানার ওসি মতিয়ার রহমান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।