ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ধর্মঘট ও অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ধর্মঘট ও অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

ঢাকা: দেশব্যাপী হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল। দেশের বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতা-কর্মীরা।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান এবং অবিলম্বে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের সমর্থনে ভিক্টোরিয়া পার্ক থেকে  লক্ষ্মীবাজার ঢাকা মহানগর মহিলা কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

দুপুর আড়াইটার দিকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের সামনে মিছিল করে ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

মিছিলটি উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আজমপুর বাসস্ট্যান্ডের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় বলেও দাবি করে ছাত্রদল।

এছ‍াড়া রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টার এলাকায় মিছিল করে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসব কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, ছাত্রদল নেতা রায়হান, রফিকুল ইসলাম রফিক, শফিকুর রহমান ইমন,আব্দুল্লাহ আল নোমান, রাজিবুল ইসলাম সোহেল,মো. মহিউদ্দিন, আইনুল হক রেজা, মো. সোহেল, এবিএম মাহমুদ, সানোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম সায়েম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরু তালুকদার, বায়জীদ প্রধান, মনির হোসেন, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক আবু হোরায়রা, সহ-সভাপতি খন্দকার সোলায়মান কবির আরিফ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের উবায়দুল্লাহ নাইম, সিফাত, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ধর্মঘট সফল করায় দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাদের অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।