ঢাকা: রাজধানীর শাহবাগ দোয়েল চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন দুই হরতাল-অবরোধ সমর্থনকারী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ওই দুই যুবক হলেন- নোমান (২১) ও শেখ রাব্বি (১৯)। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকের নিক্ষেপ করা ককটেলে শাহীদুল ইসলাম (২৭) নামে এক রিকশা চালক আহত হন। তারা ককটেল নিক্ষেপ করে পালাতে গিয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়।
** রাজধানীতে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫