ঢাকা: মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে।
এজন্য শনিবার প্রথম সকালে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জমায়েত হয়ে শহীদ মিনারের উদ্দেশে যাওয়ার অনুরোধ করেছেন সালাহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৫