সিলেট: সরকার বোমাবাজি করে বিরোধীদের ঘাড়ে দায় চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর নাইওরপুল পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ সমাবেশ এবং মিছিল কর্মসূচির আয়োজন করে।
সামসুজ্জামান বলেন, ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীরা অসংখ্যবার পেট্রোল বোমাসহ নাশকতার অভিযোগে গ্রেফতার হয়েছে। এখনও তাদের আক্রমণে মানুষ মারা যাচ্ছে।
তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের রোষাণল থেকে বাঁচতে চাইলে ক্ষমতা ছাড়ুন, নইলে আন্দোলনের বিজয়ের মাধ্যমে সরকার ও তার বাহিনীদের মানবতা বিরোধী অপরাধে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এছাড়া অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বন্ধ এবং গ্রেফতার হওয়া সব নেতাকর্মীর মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
এরপর একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে বন্দরবাজার রংমহল পয়েন্টে এসে শেষ হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদের সভাপতিত্বে এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুমের পরিচালনায় সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হান্নান, খালেদুর রশিদ ঝলক, সেলিম আহমদ, দেওয়ান নিজাম খান, জাবেদ আহমদ জীবন, তৌহিদুল ইসলাম আবু, আব্দুস সাত্তার, লিটন আহমদ, জাবেদ মিয়া ঝুনু, ফাহিম রহমান মৌসুম, মহিদুল হক, ইফতেখার আহমদ সুহেল, ছাত্রদল নেতা মইনুল ইসলাম, মিসবাহুল আম্বিয়া, তরিকুল ইসলাম, শেখ মো. শামসুদ্দিন, এস এম ফখরুল ইসলাম, এ.এইচ. লিমন, মাইদুল ইসলাম মিটু, ইয়াহিয়া হাসান তায়েফ, ইকবাল আহমদ, আতিকুল ইসলাম নাঈম, মো. আব্দুল্লাহ, সাইফুল ইসলাম জয়, সৈয়দ মিনহাজ, ইকবাল হোসেন, রাসেল আহমদ, সোহেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫