ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শহীদদের স্বরণে বিএনএফ’র আলোচনা সভা শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
শহীদদের স্বরণে বিএনএফ’র আলোচনা সভা শনিবার

ঢাকা: মহান ভাষা দিবসে শহীদদের স্বরণে আলোচনা সভার আয়োজন করছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, গ/১১/১ (৩য় তলা) প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশানে অনুষ্ঠিত হবে।



বৃস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনের দফতর সম্পাদক মো. শফিউল্লাহ চৌধুরী।
 
বিবৃতিতে বলা হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনএফ’র প্রেসিডেন্ট ও শিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আবুল কালাম আজাদ এমপি।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখবেন বিএনএফ এর কেন্দ্রীয় এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।