ঢাকা: চলমান নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, চলমান হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো ও এইসবের পরিকল্পনার দায়ে তাদের আটক করা হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫