খুলনা: খুলনায় হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৪ দল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৪ দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান।
তিনি বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করে দিচ্ছেন। তাই এসএসসি পরীক্ষার সময় অবরোধ ও হরতালের নামে পেট্রোলবোমা দিয়ে মানুষ মারছেন।
একাত্তরের মতো জামায়াত ও যুদ্ধাপরাধীদের নির্দেশনা অনুসারে খালেদা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এসময় নিজ নিজ অবস্থান থেকে বিএনপি ও ২০ দলের এধরনের কর্মকাণ্ড প্রতিহত করতেও আহ্বান মিজানুর রহমান মিজান।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫