ফেনী: হরতাল-অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মাস্টারসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা শহর থেকে মিছিল বের করে বিএনপি।
দলীয় সূত্র জানায়, দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলটি ফুলগাজী বাজার থেকে মহিলা কলেজের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিল থেকে ওই তিন নেতাকে আটক করা হয়।
ফুলগাজী থানার পরিদর্শক হারুন অর রশিদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫