ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলগাজী বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ফুলগাজী বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩

ফেনী: হরতাল-অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মাস্টারসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা শহর থেকে মিছিল বের করে বিএনপি।

একপর্যায়ে পুলিশ মিছিলে বাধা দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি স্বপন ও ছাত্রদল সভাপতি কামাল হোসেনকে আটক করে।

দলীয় সূত্র জানায়, দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলটি ফুলগাজী বাজার থেকে মহিলা কলেজের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিল থেকে ওই তিন নেতাকে আটক করা হয়।

ফুলগাজী থানার পরিদর্শক হারুন অর রশিদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।