রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও তিনজন অগ্নিদগ্ধের ঘটনার মামলায় ইজ্জত আলী (৩৮) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাওঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৩টার দিকে সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থামানো একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে বাসের হেলপার মাইন উদ্দিন, ইয়াছিন ও শাকিল নামে তিনজন দগ্ধ হন। এদের মধ্যে ইয়াছিন ও শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাসের মালিক সোহরাব হোসেন বাদী হয়ে ইজ্জত আলীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় ইজ্জত আলীকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫