ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ে অবস্থানরতদের রক্তের নমুনা নিয়েছেন চিকিৎসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
খালেদার কার্যালয়ে অবস্থানরতদের রক্তের নমুনা নিয়েছেন চিকিৎসক ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানরত কয়েক জনের চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করতে রক্তের নমুনা সংগ্রহ করেছেন চিকিৎসক।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে‍ ল্যাবএইড হাসপাতালের প্যাথলজি বিভাগের সুশীল চন্দ্র বাছার কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।



বেলা ১১টার সময় বের হয়ে যাওয়ার সময় ডা. সুশীল চন্দ্র সাংবাদিকদের বলেন, সেখান থেকে দু’জন অফিস স্টাফের রক্ত সংগ্রহ কর‍া হয়েছে। এখন ল্যাবে পরীক্ষার পর জানতে পারবো তারা কি কারণে অসুস্থ হয়ে পড়েছেন বা বর্তমানে তাদের শারীরিক অবস্থা কোন পর্যায়ে।    

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এবং শারীরিক অবস্থা পরীক্ষার জন্য গুলশান কার্যালয়ে যান অ্যাপলো হাসপাতালের গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি অ্যান্ড হ্যাপাটোলজি বিভাগের চিকিৎসক প্রফেসর মুজিবুর রহমান ভূঁইয়া।

রাত পৌনে ১২টার দিকে কার্যালয় থেকে বের হন চিকিৎসক মজিবুর রহমান ভূঁইয়া।

এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বাংলানিউজকে জানান, ম্যাডাম (খালেদা জিয়া) ভালো আছেন, এর বেশি কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।