ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জের মহিনন্দে ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
কিশোরগঞ্জের মহিনন্দে ১৪৪ ধারা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের একই স্থানে কর্মসূচি থাকায় ১৪৪ ধারা জারি হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার মহিনন্দ ইউনিয়নের কসুয়ারচর প্রাথমিক বিদ্যালয় মাঠসহ এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।



স্থানীয় সূত্রে জানা যায়, মহিনন্দ ইউনিয়নের কসুয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেলা ১১টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনছুর আলী হরতাল ও নাশকতার বিরুদ্ধে সমাবেশ ডাকেন।

এদিকে, একই স্থানে সাবেক ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমানও আওয়ামী লীগের ইউনিয়ন কাউন্সিল আহ্বান করেন।

এতে উত্তেজনা দেখা দিলে সম্মেলনস্থল ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম ফেরদৌস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।