ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা শহীদ মিনারে যাবেন না

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
খালেদা শহীদ মিনারে যাবেন না বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া

ঢাকা: মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেবেন বিএনপির সিনিয়র নেতারা।

এতে নেতৃত্বে দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.)  মাহবুবুর রহমান।



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়াও মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে।

এজন্য শনিবার প্রথম সকালে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জমায়েত হয়ে শহীদ মিনারের উদ্দেশে যাওয়ার অনুরোধ করেছেন সালাহ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।