ঢাকা: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মহানগর বিএনপির সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিবুন্নবী খান সোহেল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মির্জা আব্বাসের পিএস জাহাঙ্গীর আলম মিন্টুর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে বিএনপিসহ এর সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়। এখান থেকে সবাই মিলে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
এছাড়াও মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এজন্য শনিবার ভোরে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসেত বলেন সালাহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫