ঢাকা: নাশকতাকারীদের অ্যান্টি টেররিজম অ্যাক্ট’র আওতায় বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (আইডিইবি) সেমিনার হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নৌকা সমর্থক গোষ্ঠী সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, নাশকতাকারী ও সন্ত্রাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কখনো স্পেশাল পাওয়ার অ্যাক্ট, আবার দ্রুত বিচার আইনে বিচারের কথা বললেও আমরা আশা করি অ্যান্টি টেররিজম অ্যাক্ট-এ তাদের বিচার করার জন্য স্পষ্ট নির্দেশনা দেবে।
তিনি বলেন, আইন শুধু কাগজে কলমে থাকলেই হবে না, এর প্রয়োগও করতে হবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকেও এসব নাশকতাকারীদের বিরুদ্ধে জেগে উঠতে হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, বিমান বন্দরে নেমেই মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমরা সুখবর নিয়ে এসেছি’। এ কথা থেকে আমরা আশা করছি এবার তিস্তা, সীমান্ত ও ছিটমহল চুক্তিতে অগ্রগতি আসবে।
সুরঞ্জিত আরো বলেন, এসব চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই হবে, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি অত্যন্ত কঠিন ভূমিকা রাখবেন।
রাজনৈতিক সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই সংলাপ চায়, সংলাপ হতেও পারে, তবে পেট্রোল বোমা মেরে-সহিংসতা করে সংলাপে বাধ্য করা যাবে না।
আয়োজক সংগঠনের সভাপতি ড. খন্দকার ইমদাদুল হক সেলিম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫ আপডেট সময়: ১৪১৭ ঘণ্টা