মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মাওয়ায় আপন পরিবহনের একটি পার্কিং করে রাখা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাওয়া চৌরাস্তা সংলগ্ন দক্ষিণ মেদিনীমন্ডল এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে বাসের বাসের ভেতরের সব সিট পুড়ে গেছে। এছাড়া জানালার সব গ্লাস ভেঙে গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বাসটি মাওয়া চৌরাস্তার পাশে একটি স্থানে পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা সাড়ে ৩টার দিকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই সব সিট পুড়ে যায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫