ঢাকা: ছাত্রদলের নেতাকর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যা,গুম, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহত ভাবে মিথ্যা মামলায় জড়ানো এবং তার গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধাসহ নূন্যতম মৌলিক অধিকার সমূহ খর্ব করা, অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি অনুমোদন করেন এবং দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও উপজেলা সমূহের ছাত্রদল নেতৃবৃন্দকে তা স্বত:ফূর্ত ভাবে পালনের আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫