ঢাকা: দেশে এখনও সব রাজনৈতিক দলের মধ্যে ভালো ও উত্তম রাজনীতিক রয়েছেন, দেশের বর্তমান সংকট উত্তরণে সেইসব ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে ভাষা সৈনিক অলি আহাদ স্মরণে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমাজউদ্দিন আহমদ বলেন, এখনও রাজনৈতিক সব দলের মধ্যে ভালো ও উত্তম ব্যক্তিরা আছেন। তাদের কাছে আমার আবেদন আজকের সংকটময় অবস্থা দূর করতে রাজনীতিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ও মানুষের কল্যাণের জন্য আপনারা রাজনীতি করুণ।
তিনি বলেন, ম্যান্ডেটবিহীন শাষণ ব্যবস্থায় কোনো সুশাসন আসতে পারে না। দেশের মধ্যে এমন একটি প্রতিষ্ঠানও পাওয়া যাবে না যেখানে সুশাসন চলছে, এমন উদাহরণ কোনো মন্ত্রীও দিতে পারবেন না।
দেশে অন্তবর্তীকালীন নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, দেশের আইন-শৃংখলা বাহিনীর কাজ হচ্ছে দেশের শৃঙ্খলার দায়িত্ব পালন করা। এ বাহিনী শুধু বিরোধী দলকে দমনের জন্য কাজ করছে। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে অভিযোগ করে তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড শুধু বাংলাদেশে দেখছি।
এমাজউদ্দিন আহমদ বলেন, হাজার বছর ধরে এ দেশের সাম্প্রদায়িকতার চিহ্ন ছিলো না, এদেশে ইসলাম ধর্মের মানুষ বেশি বসবাস করলেও কারো মধ্যে কোনো বিদ্বেষ নেই।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গুরুত্বপূর্ণ অর্জন, এ অর্জন আজ কেবল দেশেরই নয়, তা বিশ্বে ইতিহাস অর্জন হয়েছে। অলি আহাদ ছাড়াও যারা এ অর্জনের জন্য আন্দোলন ও প্রাণ দিয়েছেন তারাও বিশ্বের দরবারে ঠাঁই করে নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রাত পোহালে ২১ ফেব্রুয়ারি। কিন্তু এখন বিএনপির পক্ষ থেকে অবরোধ তুলে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমি মনে করি ২১ ফেব্রুয়ারিতে অবরোধ চলতে পারে না।
সরকার বিএনপির সঙ্গে সংলাপ করবে না বলে জেদি আচরণ করছে মন্তব্য করে তিনি বলেন, আপনারা খালেদা জিয়াকে মানছেন না, ২০ দলকে মানছেন না, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান ফরেন মিনিস্টার, জাতিসংঘকে এতো সহজে উড়িয়ে দিতে পারবেন না।
মাহমদুর রহমান মান্না সরকারের উদ্দেশে বলেন, আপনারা (সরকার) বলছেন, ডাকাতের সঙ্গে কিসের কথা? আপনার বিডিআরের সঙ্গে কথা বলতে পারলেন, পার্বত্য চট্টগ্রাম ও হেফাজতে ইসলামের সঙ্গে কথা বলতে পারলেন, আমার নেতা ও আপনাদের নেতা বঙ্গবন্ধু, ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে ১৫ বছর পর্যন্ত কথা বলতে পারলেন, আপনারা পারবেন না কেন?
অলি আহাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রোমেন ফারহানের সভাপতিত্বে আলোচনা সভায় ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেনও বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫