সারিয়াকান্দি (বগুড়া): অবরোধে নাশকতার আশঙ্কায় বগুড়ার সারিয়াকান্দিতে সফিকুল ইসলাম সরকার (৪০) নামে শ্রমিকদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনমাথা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক সফিকুল ইসলাম পারতিতপরল সরকার পাড়া এলাকার খোকা সরকারের ছেলে।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে নাশকতার মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫