ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফের দু’দিনের রিমান্ডে রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ফের দু’দিনের রিমান্ডে রিজভী রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার সিএমএম আদালতে রিজভীকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম।

শুনানি শেষে  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মোহাম্মদপুর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ২৩ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়।

এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় তিনদিনের রিমান্ডসহ বিভিন্ন মেয়াদে আরও চার বার রিজভীকে রিমান্ডে নেওয়া হয়।

৩০ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (ৠাব) সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।