ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সারাদেশে ছেলে-মেয়েদের বিনামূল্যে বই দিয়েছেন শেখ হাসিনা, তারা পড়ালেখা করছে। কিন্তু আপনি (খালেদা) পরীক্ষাও দিতে দিচ্ছেন না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ারে ১৪ দলের গণমিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধ কর্মসূচিতে নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল এ গণমিছিলের আয়োজন করে।
মতিয়া বলেন, নিজেরা আন্দোলনে না পেরে এখন বিদেশিদের ডাকছেন খালেদা জিয়া। এর আগেও অমিত শাহের ফোনের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন তিনি।
গণমিছিলটি বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, জেপির মহাসচিব শহীদুল ইসলাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
** খালেদাকে বিতাড়িত করলে দেশ শান্ত হবে