ঢাকা: আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারও সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দিয়েছে জোটটি।
দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে তার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে, গত তিন সপ্তাহের কার্য দিবসগুলোতেও হরতাল পালন করে বিরোধী এ জোট। আগামী সপ্তাহের কার্যদিবসের প্রথম তিন দিন হরতাল ডাক দেওয়ার মাধ্যমে সে ধারা অব্যাহত রাখলো তারা।
** জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চায় ২০ দল
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫/আপডেট ১৮৫৮ ঘণ্টা