ঢাকা: দেশে আরো একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির নাম তৃণমূল ন্যাশনাল পার্টি (টিএনপি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেলী সুলতানা জামান এ তথ্য জানান।
তিনি বলেন, তৃণমূল ন্যাশনাল পার্টি নামে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের এই সংবাদ সম্মেলন। ধর্ম, বর্ণ, দলমত নির্বশেষে জাতীয় ঐক্য আর চেতনার ভিত্তিতে দেশ গড়ার প্রশ্নে সবার সমমনা থাকা একান্ত অপরিহার্য বলে আমরা বিশ্বাস করি।
শেলী সুলতানা আরো বলেন, আমরা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। আমরা উপলব্দি করি, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ভৌগোলিক স্বার্থ রক্ষা করতে হলে অবশ্যই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মর্যাদা দিয়ে তা রক্ষা করা প্রয়োজন। সেই উপলব্দি থেকে দেশের সার্বিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়ে এ যাত্রা শুরু করছি।
সংগঠনটির চেয়ারম্যান জানান, ৫১ সদস্য বিশিষ্ট এ সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর কোতোয়ালী থানাধীন ২১ কোর্ট হাউজ স্ট্রিট-এর রহমান ম্যানশনের তৃতীয় তলা।
এসময় আরো উপস্থিত ছিলেন- নতুন এ সংগঠনটির সাধারণ সম্পাদক এবিএম ফারহাস হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহদাত হোসেন, অধ্যাপক নাজমুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫