ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় ১৪ দলের গণমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
খুলনায় ১৪ দলের গণমিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, হত্যা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে এবং নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় গণমিছিল করেছে ১৪ দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অনুষ্ঠিত গণমিছিলটি রূপসা থেকে শুরু হয়ে ময়লাপোতা মোড় হয়ে শীববাড়ি ঘুরে হাদিস পার্কে এসে শেষ হয়।



এর আগে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপিসহ স্থানীয় ১৪ দল নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সে সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে ও দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সারাদেশে মানুষ হত্যা করছে। হরতাল-অবরোধ দিয়ে দেশের অর্থনীতি পঙ্গু করছে।

দেশের মানুষকে বাঁচাতে অবৈধ হরতাল-অবরোধ প্রতিহত করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।