ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নবাবগঞ্জে আওয়ামী লীগের গণমিছিল

ঢাকা সাউথ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
নবাবগঞ্জে আওয়ামী লীগের গণমিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হরতাল ও নাশকতা বিরোধী গণমিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।    
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 
 
মিছিলটি কায়কোবাদ চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ফটকে এসে শেষ হয়। এ সময় সেখানে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
 
পথসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরিয়ম জালাল শিমু, উপজেলা সভাপতি এস এম খুরশিদা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম, সাংগঠনিক সম্পাদক পত্তনদার রাকিব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক দেলোয়ার কবির, কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি প্রমুখ।
 
পথ সভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, বন্দুকের নল ঠেকিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। এখনো সুযোগ আছে নাশকতা ছেড়ে জনগনের পাশে এসে দাঁড়ান।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।