বরগুনা: দেশজুড়ে হরতাল ও অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলা আ.লীগ কার্যালয় থেকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নেতৃত্বে একটি মিছিল বের হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আ. মোতালেব মৃধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু প্রমুখ।
এসময় বক্তারা ২০ দলীয় জোটের চলমান রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫