ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

চান্দিনায় আ’লীগের বিক্ষোভ মিছিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
চান্দিনায় আ’লীগের বিক্ষোভ মিছিল

চান্দিনা (কুমিল্লা): অবরোধ ও হরতালের নামে নাশকতার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন-চান্দিনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, তুহিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, চান্দিনা উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জহিরুল ইসলাম মুন্সি, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জনি ও হারুনুর রশিদ চেয়ারম্যান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।