ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে যুবলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সাভারে যুবলীগের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): লাগাতার অবরোধ হরতালের নামে ২০ দলীয় জোটের নাশকতা ও যানবাহনে পেট্রোলবোমা হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা যুবলীগ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি সাভার থানা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক-মহাসড়ক ঘুরে সাভার বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।



সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি-জামায়াতের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়ে বলেন, ক্ষমতায় যেতে তারা (বিএনপি-জামায়াত) এখন উন্মাদ হয়ে গেছে। সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে অবিলম্বে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দ‍ুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডল, যুগ্ম-আহ্বায়ক নাসির আহম্মেদ, কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।