রাঙামাটি: দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি আওয়ামী লীগ।
শুক্রবার(২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাঙামাটি পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, সহ-সভাপতি হাজি কামাল উদ্দিন, জেবুন্নেসা রহিমম, মো. হানিফ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শামীম রশীদ, রফিকুল মাওলা ও রফিক তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫