ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ১৪দলের গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সিরাজগঞ্জে ১৪দলের গণমিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: দেশব্যাপী জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমায় মানুষ হত্যা, অবরোধ ও হরতালের প্রতিবাদে সিরাজগঞ্জে গণমিছিল করেছে ১৪দলের নেতাকর্মীরা।  
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গণমিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  
 
এর আগে, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বিশ্বাসের সভাপতিত্বে  সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু গোলাম কিবরিয়া, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, আওয়ামী লীগ নেতা আবু ইউসুব সূর্য, অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, জান্নাত আরা তালুকদার হেনরী, জাসদ নেতা আবু বকর ভূইয়া, বাসদ নেতা সরোয়ার্দি খান প্রমুখ।
 
সভায় বক্তারা দেশব্যাপী জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা ও  হরতাল-অবরোধ বন্ধ করে খালেদা জিয়াকে জনতার কাতারে শামিল হওয়ার আহ্বান জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।