চাঁদপুর: হরতাল-অবরোধে নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ১৪দল আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এ ঘোষণা দেন।
তিনি বলেন, নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে সরকারের পাশাপাশি চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫