ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ১৪ দলের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বগুড়ায় ১৪ দলের মিছিল-সমাবেশ

বগুড়া: বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা ও নাশকতাসহ গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।  

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় তারা এ কর্মসূচি পালন করেন।



কর্মসূচি চলকালে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন, জেলা পরিষদ প্রশাসক মকবুল হোসেন, ন্যাপ সভাপতি মন্তেজার রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, জাসদ নেতা আমিনুল ইসলাম মিঠু, এমদাদ হোসেন, জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, অ্যাডভোকোট আমান উল্লাহ আমান, তবিবর রহমান তবি, শেরিন আনোয়ার জর্জিস, এসএম শাজাহান, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সফিক, অধ্যাপক রফিকুল ইসলাম, আসাদুর রহমান দুলু, শামছুদ্দিন শেখ হেলাল, জাকির হোসেন নবাব, মাফুজুল ইসলাম রাজ, শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মমতাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের ধারা অব্যহত রেখে উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে যখন দেশকে  এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন ২০ দল নেত্রী খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পেছনের দিকে নেওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।