ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালসহ অব্যাহত অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফলের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরীক জামায়াত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।
সরকারকে পদত্যাগে বাধ্য করতে ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফলের জন্যও বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূত হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে তার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে আগামী রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা,ফেব্রুয়ারি ২০, ২০১৫